আজ ২৯ মার্চ ২০১৮ ইং আমি চট্টগ্রামে। রিয়াজ উদ্দিন বাজারে ফলের আড়তে এভাবেই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে আনারস। পাইকাররা এখান থেকে ক্রয় করে নিয়ে যাবে দেশের বিভিন্ন বাজারে।
আজ ১৮ এপ্রিল ২০১৮ রেজ বুধবার ব্যবসায়িক প্রয়োজনে চলে আসি নেত্রকোনা হয়ে সুশং- দূর্গাপুর। কাজ শেষে ঘুরে বেড়াই বিজয়পুর সিমান্ত এলাকা, সাদা মাটির পাহাড়ে উঠে দেখেছি বিচিত্র রং আর রকমের মাটি। দেখেছি গারো, হাজং উপজাতিদের বিভিন্ন কাজ - কর্ম।